খেলাধূলা

অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক কোনো কারণে ফিট হয়ে উঠতে না পারলে তার বিকল্প হয়ে উঠতে হবে ওপেনার এনামুল হক বিজয়কে। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য যে এটা অনেক বড় ধাক্কা হবে, সন্দেহ নেই।  আঘাতের তীব্রতা জানতে এক্সরে করানোর জন্য তাকে মেলবোর্নের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এক্সরে রিপোর্টে জানা গেছে, মুশফিকের আঘাত গুরুতর নয়। চোট পাওয়া আঙুলে কোনো ফ্র্যাকচারও ধরা পড়েনি।
হাসপাতালে পরীক্ষা শেষে মুশফিককে টিম হোটেলে ফিরে গেছেন।
 
এর আগে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে সকালে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের একটি বল মুশফিকের ডান হাতের আঙুলে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আঘাত গুরুতর মনে না হলেও কোনো ঝুকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় টিম ম্যানেজম্যান্ট।
 
আগামীকাল ২৬.০২.২০১৫ তারিখের সকাল ০৯.৩০মিনিটে  (বাংলাদেশ সময়) মেলবোর্নে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
 
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১০৫ রানের বিরাট জয়ে সর্বোচ্চ ৭১ রান করেছিলেন বর্তমান বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিক। ৫৬ বলে খেলা অনবদ্য ওই ইনিংসের কল্যাণে তিনি ম্যান অব দি ম্যাচ হিসাবে মনোনীত হন।

No comments:

Post a Comment