Tuesday, February 24, 2015

মুশফিক এখন আশংকামুক্ত

অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক কোনো কারণে ফিট হয়ে উঠতে না পারলে তার বিকল্প হয়ে উঠতে হবে ওপেনার এনামুল হক বিজয়কে। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য যে এটা অনেক বড় ধাক্কা হবে, সন্দেহ নেই।  আঘাতের তীব্রতা জানতে এক্সরে করানোর জন্য তাকে মেলবোর্নের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এক্সরে রিপোর্টে জানা গেছে, মুশফিকের আঘাত গুরুতর নয়। চোট পাওয়া আঙুলে কোনো ফ্র্যাকচারও ধরা পড়েনি।
হাসপাতালে পরীক্ষা শেষে মুশফিককে টিম হোটেলে ফিরে গেছেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইনে

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করার জন্য আগামীকাল ২৫শে ফেব্রুয়ারী (বুধবার) থেকে বহুল আকাংখিত অনলাইন মাধ্যম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সূত্র থেকে জানা যায়, বেশ কয়েক মাস ধরে অনলাইনে এ কাজটি শুরু করার প্রক্রিয়া হাতে নিলেও টেকনিক্যাল জটিলতায় তা শুরু করতে পারেনি কমিশন। সব জটিলতা শেষে বুধবার থেকেই ইলেকশন কমিশন সাধারণ জনগণের জন্য এ সুযোগ দিতে চায়। আগামী দুই মাস প্রাথমিকভাবে এ ‍সুযোগটি রাখা হবে। এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন কর নিতে পারবেন।
এ প্রক্রিয়াটি অনলাইনে শুরু করতে ২৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, ইসি সচিব সিরাজুল ইসলাম ও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিঃ জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ এক বৈঠকে মিলিত হয়েছিলেন।

বৈঠকে এনআইডি মহাপরিচালক বিভিন্ন সফটওয়্যার প্রস্তুতের বিষয়টি অবহিত করার পর  কাজী রকিবউদ্দীন আহমদ বুধবার তা উন্মুক্ত করার নির্দেশ দেন।

জানা গেছে, অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডধারীরা নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, ছবিসহ প্রয়োজনীয় সকল তথ্য সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

বাংলাদেশের পত্রিকার লিংক

Tuesday, February 17, 2015

বাংলাদেশ বনাম আফগানিস্তান

আগামীকাল ১৮ই ফেব্রুয়ারী,২০১৫ তারিখে হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এর ৭ম ম্যাচ; যা এইবারের বিশ্বকাপ এর ‘এ’ গ্রুপের ৪র্থ ম্যাচ হিসাবে আর বাংলাদেশ এবং আফগানিস্তানের ১ম ম্যাচ হিসাবে অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবেন চারবার বিশ্বকাপ খেলা বাংলাদেশের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা  এবং প্রথমবার অংশগ্রহণকারী আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মাদ নবী
খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মানুকা ওভাল, ক্যানবেরাতে বাংলাদেশ সময়ের সকাল ০৯টা ৩০মিনিটে। বাংলাদেশের টাইগাররা কি পারবে স্নো লিওপেডের (তুষার চিতা) ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ সামলাতে?

"I am sure Bangladesh are under pressure for tomorrow's match because they know we beat them the last time we played them and that too in their own country,"- said Mohammad Nabi.